শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতে অবৈধ প্রবেশের দায়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে অবৈধ প্রবেশের দায়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েত রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন।

গ্রেপ্তার বাংলাদেশিদের আগে বিভিন্ন অপরাধে কুয়েত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা অবৈধভাবে পুনরায় কুয়েতে প্রবেশ করেন বলে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস সূত্রে জানা যায়।

এ ঘটনায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এই পাঁচ বাংলাদেশিকে কুয়েতের নির্মাণাধীন এলাকা আল-মুতলা এবং আল-খাইরান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (তদন্ত বিভাগ)।

উল্লেখ্য, কুয়েত রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন সংস্থাটি ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (তদন্ত বিভাগ) এর আওতায় পরিচালিত হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  তুরস্কে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটির সভাপতি পিএইচডি গবেষক মোবাশ্বেরা জাহান

সংবাদটি শেয়ার করুন