শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসে ১৭ বছরে দুই লক্ষাধিক কর্মসংস্থান

প্রবাসে ১৭ বছরে দুই লক্ষাধিক কর্মসংস্থান

মৌলভীবাজার জেলায় গত ১৭ বছরে দুই লাখ ৫ হাজার ২৪জন মানুষ বিশে^র বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এসব প্রবাসীরা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করে আসছেন। প্রবাসীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে যাচ্ছেন। বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশের ১ কোটি ৩০ লাখেরও অধিক বাংলদেশী কর্মী বিদেশের মাঠিতে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে প্রেরণ করে থাকেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈদেশিক কর্মসংস্থান একদিকে দেশের বেকারত্ব হ্রাস করে, অন্যদিকে প্রবাসীদের প্রেরিত মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশের আমদানি ব্যয় মেটানো, দারিদ্র্য বিমোচনসহ দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় ১০লাখ লোকের বৈদেশিক কর্মসংস্থান হয়ে থাকে।

সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও জানান,  মৌলভীবাজার জেলা থেকে ২০০৫ সাল থেকে ৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ২ লাখ ৫ হাজার ২৪ জন বৈদেশিক কর্মংস্থান হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও মৌলভীবাজরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হবে। আগামী ১৮ ডিসেম্বর মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। অভিবাসীদের অভিবাদন জানিয়ে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হবে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনা: গাম্বিয়ায় বাংলাদেশি ইমামের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন