শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ‘বাংলাদেশ উৎসব’ আয়োজন

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত সাড়ম্বর এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘বাংলাদেশ উৎসব” আয়োজন করেছে। এর মাধ্যমে ‘বাংলা নববর্ষ ১৪২৯’, ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ এবং ‘ঈদ পুনর্মিলনী’ উদযাপন করা হয়।

গত রবিবার (১৫ মে) হাইকমিশনে এ উৎসবের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উৎসব উপলক্ষে সমগ্র দূতালয় রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, বেলুন, ফুল এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি লোকপণ্য দিয়ে সাজানো হয়। আমন্ত্রিত অতিথিদের সম্ভাষণ, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরেক রকম সুস্বাদু বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন ছিল এই উৎসবের মূল আকর্ষণ।

উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, সুধীসমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার জানান, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব অঙ্গীকারে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এমপি সেলিমাকে ফুলেল শুভেচ্ছা জাপান আ.লীগের

সংবাদটি শেয়ার করুন