শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পার্লারে নাক-কান ফোঁড়ালে হেপাটাইটিসের ঝুঁকি

আজকাল কমবেশি সবাই নাক ও কান ছিদ্র করতে পার্লারে যান। তবে এটা হতে পারে মারাত্মক বিপদের কারণ। পার্লারে গিয়ে কান-নাক ছিদ্র করার সময় শরীরে প্রবেশ করতে পারে হেপাটাইটিস সি ভাইরাস। যা শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে লিভার কার্যক্ষমতা হারায়।

এ বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, সেলুনে কিংবা পার্লারে ব্যবহৃত সুঁই বা গানশট কিংবা ধারালো কাঁচি-রেজারের মাধ্যমেও হেপাটাইটিস সি ভাইরাস রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

তিনি বলেন, হেপাটাইটিস সি ভাইরাস লিভারের নানা রোগের জন্য দায়ী। পার্লার বা সেলুনের বিভিন্ন সুঁই-কাচি অনেকের শরীরেই ব্যবহার করা হয়। ফলে যদি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির শরীরের রক্ত ওই যন্ত্রে লেগে যায়, তাহলে সেটি পরিষ্কারের পরও থাকে ভাইরাসটি।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল আরও বলেন, পরবর্তীতে যখন ওই যন্ত্র দিয়ে অন্য কারও শরীর ছিদ্র করা হয় সেক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাস সহজেই অন্যের শরীরে প্রবেশ করতে পারে। তাই পার্লারে গিয়ে নাক-কান ফোঁড়ানোর বিষয়ে এখনই সচেতন হোন। না হলে ঘটতে পারে মারাত্মক বিপদ। এমনকি ট্যাটু করার বিষয়েও সতর্ক থাকুন।

এ বিষয়ে ১৯৭৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে অন্তত ১২টি গবেষণা প্রকাশিত হয়েছে। এসব গবেষণা থেকে জানা যায়, বডি পিয়ার্সিংয়ের কারণে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। ১২টির মধ্যে ছয়টি গবেষণায় দেখা গেছে, হেপাটাইটিস সেরোপোসিটিভিটি উল্লেখযোগ্যভাবে কান ছিদ্রের সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ  নতুন বছরে নতুন ফ্যাশন

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল হেপাটাইটিস থেকে মুক্তি পেতে পরামর্শ দেন, এইচবিএসএজি স্ক্রিনিং ও টিকা নেওয়া জরুরি। সেই সাথে সচেতন হওয়াও জরুরি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন