শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের শুষ্কতা থেকে হাত কোমলা রাখার উপায়

প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের শুষ্কতায় হাত খসখসে হয়ে যায়। আর বেশি শুষ্কতায় ত্বকে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে। তাই শীতের প্রথম থেকেই সতর্ক হওয়া জরুরি।

জেনে নিন হাতের কোমলা ধরে রাখর উপায় :

  • হাত অল্প ভেজা থাকতে থাকতেই পেট্রোলিয়াম জেলি আর নারিকেল তেলের মিশ্রণ লাগাতে পারেন। প্রতিবার হাত ধোয়া বা স্যানিটাইজ করার পরই একবার ময়েশ্চরাইজার লাগিয়ে নিবেন।
  • রাতে নারিশিং ক্রিম বা অলিভ অয়েল ব্যবহারের সময় হাতের তালু, তালুর পেছন দিক, আঙুল, কবজি থেকে শুরু করে কনুই পর্যন্ত ভালো করে মাসাজ করতে হবে। হাত ধোয়ার জন্য গ্লিসারিন এবং ক্রিম বেসড ওয়াশ ব্যবহার করতে পারেন।
  • গোসল করার আগে হাতে ভালো করে তেল মেখে নিবেন। যে বডি অয়েল আপনার ত্বকের সঙ্গে ভালো যায়, সেটিই ব্যবহার করতে পারেন। এছাড়া তিলের তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েলও লাগাতে পারেন।
  • হাতে হট অয়েল মাসাজ করতে পারেন। দুই টেবিল চামচ বেসনের মধ্যে সামান্য দুধ অথবা টক দই এবং এক ফোঁটা হলুদ গুঁড়া দিয়ে মিশ্রণ তৈরি করুন। গোসলে আগে দু’হাতে ভালো করে সেই মিশ্রণ মেখে নিবেন। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে হাত ধুয়ে নিতে পারেন।
  • দু’চামচ সানফ্লাওয়ার অয়েল, দু’চামচ লেবুর রস ও তিন চামচ চিনি মিশিয়ে হাতে মাসাজ করুন। হাত নরম হবে। দুধ, কমলার খোসা, চিনি- হাত নরম ও সতেজ রাখার জন্য অনেকেই নানা কিছু ব্যবহার করেন।
আরও পড়ুনঃ  ডিপ্রেশনে থাকা ব্যক্তির সাহায্যে এগিয়ে আসবেন যেভাবে

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন