শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের কনে কেন লাল শাড়ি পরে?

বিয়ে শব্দটি মাথায় আসলেই কল্পনায় ভেসে আসে লাল শাড়ি পরিহিত একটি টুকটুকে বউ এর মুখ। তাইতো বিয়েতে সবার আগে কেনা হয় লাল শাড়িটি। যেন লাল শাড়ির বাইরে বিয়েটাই অসম্ভব।

কখনও কি মনে প্রশ্ন এসেছে? বিয়ের কনেকে লাল শাড়িই কেন পরানো হয়?

যদি এসে থাকে তাহলে নিন এর কারণটি-

জনপ্রবাদ আছে, ভালোবাসা ও যৌবনের প্রতি হচ্ছে লাল।  অন্যসব রঙের তুলনায় লাল রঙটির গভীরতা বেশি। একারণেই রঙটি চোখে বাধে বেশি।

সকল স্তরের মানুষের বিয়েতেই কনের জন্য লাল শাড়ি বরাদ্দ থাকে।লাল বেনারসি পরিহিতা নতুন বউকে দেখে বরের মনে জাগে ভালোবাসার নেশা। অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনার প্রতিক।

দক্ষিণ এশিয়ার অর্ন্তভুক্ত দেশগুলোর বিয়েতে লাল শাড়ির প্রচলন চলে আসছে যুগ পর যুগ ধরে। বিয়েতে যত রঙের শাড়িই থাকুক না কেন লাল শাড়ি একটি অবিচ্ছেদ্য অংশ।

একটি বিয়ের প্রধান আকর্ষণই হল জাকজমকপূর্ণ সাজে কনে। আর এই কনেকে সবার চেয়ে আকর্ষণীয় করে তোলে লাল শাড়ি।

বছরের পর বছর ধরে পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে বেনারসি। তাছাড়া ইদানিং বিয়েতে লাল বেনারসি ছাড়া অন্য কাপড়ের শাড়িও দেখা যায়। বিয়ের শাড়ির রঙেও এসেছে ভিন্নতা। তবে বিয়েতে লাল রঙটি এখনো সব রঙের ওপরেই আছে।

আনন্দবাজার/তাঅ

আরও পড়ুনঃ  রাগ নিয়ন্ত্রণে বাড়বে আয়ু!

সংবাদটি শেয়ার করুন