শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল পড়া, খুশকিসহ বহু সমস্যার সমাধান করুন ঘরোয়াভাবেই

চুল পড়া, খুশকিসহ বহু সমস্যার সমাধান করুন ঘরোয়াভাবেই

চুল পড়ার সমস্যা নারী-পুরুষ নির্বিশেষে কমবেশি সবাই-ই ভোগেন। শুধু চুল পড়াই নয়, বড় না হওয়া, খুশকি, নিষ্প্রাণ হয়ে যাওয়া- এমন হাজার সমস্যা রয়েছে চুল নিয়ে। এত সব সমস্যা মেটাতে ভরসা রাখতে পারেন মেথির উপর।

ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড, স্যাপোনিন্‌স এবং ফ্ল্যাভনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ মেথি চুলের কোন কোন উপকারে লাগে; এমন কিছু বিষয় জেনে নিন।

১. চুল পড়া কমায়: ত্বকের মতো চুল ভালো রাখতে গেলেও মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন। মেথির মধ্যে রয়েছে লেসিথিন নামক একটি উপাদান, যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণ কমায়।

২. খুশকি দূর করে: মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। যা খুশকির হাত থেকে চুলকে রক্ষা করে। মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি বা র‌্যাশের সমস্যা হলেও তা কমিয়ে দিতে পারে মেথি।

৩: সংক্রমণ রোধ করে: মেথি প্রদাহনাশ করতেও সাহায্য করে। চুলের গোড়ায় সংক্রমণ এবং সেখান থেকে কোনো প্রকার প্রদাহ হলে ব্যথা অনুভব করেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেথি।

কীভাবে ব্যবহার করবেন মেথি —

১. মেথির তেল : এক কাপ নারকেল তেলে ১ টেবিল চামচ মেথি দানা ভালো করে ফুটিয়ে নিন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে ছেঁকে কাচের শিশিতে ভরে রাখুন মেথির তেল। সপ্তাহে তিন দিন মাথায় লাগান এই তেল।

আরও পড়ুনঃ  জেনে নিন চুল পড়া বন্ধ করার সহজ উপায়

২. মেথি দিয়ে তৈরি মাস্ক: আগের রাতে ১-২ টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন মিক্সিতে ভালো করে বেটে নিন। এর সঙ্গে মেশাতে পারেন ১ টেবিল চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে মাথায় মেখে রাখুন। আধ ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে নিন।

৩. মেথি ভেজানো পানি: ২-৩ টেবিল চামচ মেথি দানা ১ লিটার জলে ভিজিয়ে রাখুন। পরের দিন চুলে শ্যাম্পু করার পর, মেথি ভেজানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের জন্য এই টোটকা করলে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

তথ্যসূত্র: সংবাদমাধ্যম ও ইন্টারনেট

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন