শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বছরজুড়ে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত

রাজশাহীতে বছরজুড়ে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত

রাজশাহী বিভাগে গত এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। শুধু রাজশাহী মহানগরীতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৬ জন। অন্যান্য জেলায় শনাক্ত হয়েছে ২ হাজার ২০৫ জন যক্ষ্মা রোগী।

রোববার (১১ ডিসেম্বর) রাজশাহী নগরীতে ‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচায় সবাই মিলে’ এ শিরোনামে মতবিনিময় সভায় সিভিল সার্জন অফিসার জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

মতবিনিময় সভায় বক্তারার বলেন, যক্ষ্মা করোনা থেকেও ভয়াবহ। কারণ এটি আস্তে আস্তে মানুষের ক্ষতি করে। একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুল হক মুন সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিভিল সার্জনের প্রোগ্রাম অফিসার সাদিকুল নবী, ব্র্যাক এর প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম।

উল্লেখ্য, নাটাব একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ যক্ষ্মারোপ নিয়ন্ত্রণে কাজ করে আসছে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সংবাদটি শেয়ার করুন