শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপড়ের রং উজ্জ্বল রাখার উপায়

পছন্দের কাপড়ের রং নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। তবে সঠিক নিয়মে কাপড় ধোয়া এবং শুকানোর মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো-

  • কড়া রোদে কাপড় শুকাবেন না।
  • রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কাপড় আলমারিতে তুলে রাখা যাবে না। এতে বরং রং নষ্ট হয়ে যায়।
  • নিয়মিত ব্যবহার করলে ও ধুয়ে রাখলে কাপড় দীর্ঘদিন উজ্জ্বল থাকে। কিন্তু অপ্রয়োজনে পরিষ্কার করবেন না।
    ওয়াশিং মেশিনে রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সাথে এক কাপ ভিনেগার দিতে পারেন। এটি কাপড়ের রং স্থায়ী করতে সাহায্য করে।
  • সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেললে কাপড়ের রং নষ্ট হবে না।
  • ওয়াশিং মেশিনে অথবা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। এতে কাপড়ের রং ঠিক থাকবে।
  • বিভিন্ন রঙের কাপড় একসাথে ভেজাবেন না।
  • নতুন ও রং উঠতে পারে এমন কাপড় ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে।
  • সব সময় কাপড়ের ভেতরের দিক বাইরে করে ধুতে হবে।
  • ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়ানো যাবে না।
  • পোশাক ধোয়ার আগে সময় নিয়ে লেবেলের নির্দেশনা পড়ে নেয়া ভালো।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় যাদের মাস্ক পরা জরুরি

সংবাদটি শেয়ার করুন