ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে ঢাকায় প্রবেশ করবে না ময়মনসিংহের বাস

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থগিত পরিবহন ধর্মঘট

কাল থেকে ময়মনসিংহ থেকে রাজধানীমুখী সব গণপরিবহন চলাচল বন্ধ রাখা হবে।। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে এ ঘোষণা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি।

বিষয়টি নিশ্চিত করে জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত যান চলাচল অনুপযোগী হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কোনো বাস কাল থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে যাবে না।’

তিনি বলেন, ‘ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যেতে সময় লাগে ১ ঘণ্টা ১৫ মিনিট। তবে গাজীপুর থেকে রাজধানীর মহাখালী যেতে সময় লাগছে ৩ থেকে ৫ ঘণ্টা। এতে সাধারণ যাত্রীসহ চালকদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‘ধীরগতির চলমান কাজে দুর্ভোগের পাশাপাশি পরিবহন মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে বারবার বলেও কোনো লাভ হচ্ছে না।’

ময়মনসিংহ বিভাগের মধ্যে গাড়ি চলবে কি না- এই প্রশ্নে তিনি জানান, অভ্যন্তরীণ গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোটর মালিক সমিতির নেতারা।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন