শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায়ও দাপট ৮১ ভাগ কোম্পানির

করোনায়ও দাপট ৮১ ভাগ কোম্পানির

করোনার প্রার্দুভাবের মধ্যেও পুঁজিবাজারের তিন খাতের ৮১ দশমিক ৩৮ শতাংশ কোম্পানি দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ব্যাংক খাতের ৮৪ দশমিক ৩৭ শতাংশ কোম্পানি ২০২০ সালের (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় বেশি লাভ করেছে ২০২১ সালে (জানুয়ারি-সেপ্টেম্বর)। একই সঙ্গে তাল মিলিয়ে সাধারন বিমা খাতের ৮৯ দশমিক ৭৮ শতাংশ এবং বহুজাতিক খাতের ৭০ শতাংশ কোম্পানি বেশি লাভের মুখ দেখেছে। ফলে করোনার নেতিবাচক ধাক্কা লাগলেও ব্যবসায়ের সু-পরিকল্পনা কোম্পানিগুলোর কর্তৃপক্ষ সামাল দিয়ে লাভের দিকে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক কর্মকর্তা জানান,পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, সাধারন বিমা এবং বহুজাতিক খাতে সবমিলিয়ে ৮১টি কোম্পানির সমাপ্ত আর্থিক হিসেব বছর শুরু হতে যাচ্ছে। এর মধ্যে ৩২টি ব্যাংক,৩৯টি সাধারন বিমা এবং বহুজাতিক খাতের কোম্পানি রয়েছে ১০টি।

সর্বশেষ তথ্য মতে, প্রায় শতভাগ কোম্পানি প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২১ সাল) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সামনে এই কোম্পানিগুলো সমাপ্ত বছরের আর্থিক হিসেবের ২০২১ সালের (জানুয়ারি-ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশ করবে। এসব কোম্পানিগুলোর আর্থিক হিসেব পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কর্তৃপক্ষ। সুতরাং তিন খাতের ৬৯টি প্রতিষ্ঠান ২০২০ সাল (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় বেশি লাভ করেছে ২০২১ সালে (জানুয়ারি-সেপ্টেম্বর)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ৯ মাসে ২৭টি ব্যাংক প্রতিষ্ঠান মুনাফা ২০২০ সাল (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় ভাল করেছে ২০২১ সালে (জানুয়ারি-সেপ্টেম্বর)। মুনাফা ভাল হওয়া ব্যাংক প্রতিষ্ঠানগুলো হলো- আইএফআইসি, শাহজালাল, প্রিমিয়ার, এবি, ব্র্যাক, ওয়ান, ইস্টার্ণ, সাউথইস্ট, ঢাকা, এনসিসি, এনআরবিসি, স্ট্যান্ডার্ড, প্রাইম, মার্কেন্টাইল, প্রাইম, পূবালী, ইসলামী, আল-আরাফাহ, সোশ্যাল ইসলামী, ডাচ-বাংলা, উত্তরা, ট্রাস্ট, ইউসিবি, ব্যাংক এশিয়া, দ্যা সিটি, যমুনা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী।

আরও পড়ুনঃ  ইউএই’র উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তথ্য মতে, ৯ মাসে ৩৫টি সাধারন বীমা প্রতিষ্ঠান মুনাফা ২০২০ সাল (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় ভাল করেছে ২০২১ সালে (জানুয়ারি-সেপ্টেম্বর)। মুনাফা ভাল হওয়া বীমা প্রতিষ্ঠানগুলো হলো- অগ্রণী, গ্রীণ ডেল্টা, প্রগতি, ইসলামী, বিজিআইসি, প্রভাতী, ইস্টার্ন, বিএনআইসি, কর্ণফুলি, প্রাইম, সিটি জেনারেল, তাকাফুল ইসলামী, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নিটল, পিপলস, দেশ জেনারেল, স্ট্যান্ডার্ড, এশিয়া, সেন্ট্রাল, রিলায়েন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল, কন্টিনেন্টাল, এশিয়া প্যাসিফিক,ইউনাইটেড, জনতা, ইস্টল্যান্ড, পাইওনিয়ার, সোনার বাংলা, পূরবী জেনারেল, প্যারামাউন্ট, এশিয়া এবং রূপালী। এছাড়া ৯ মাসে ৭টি বহুজাতিক প্রতিষ্ঠান মুনাফা ২০২০ সাল (জানুয়ারি-সেপ্টেম্বর) তুলনায় ভাল করেছে ২০২০ সালে (জানুয়ারি-সেপ্টেম্বর)। মুনাফা ভাল হওয়া বহুজাতিক প্রতিষ্ঠানগুলো হলো- বিএটিবিসি, আরএকে সিরামিক, লার্ফাজ-হোলসিম, রেকিট বেনকিজার, লিন্ডে বিডি, রবি আজিয়াটা ও হাইডেলবার্গ সিমেন্ট।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন