ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ক্রেতা সংকটে পেঁয়াজে গজাচ্ছে গাছ

হিলিতে ক্রেতা সংকটে পেঁয়াজে গজাচ্ছে গাছ

হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানি। তবে বন্দরে ক্রেতা সংকটে ঝিমিয়ে পড়েছে বেচা-কেনা। অপরদিকে আমদানিকরা পেঁয়াজ গুদামে রাখা যাচ্ছে না। রাখলেই বের হচ্ছে গাছ ।

চাহিদা খুব একটা না থাকায় কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দামও। দেশিয় পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় দুই দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। বন্দরে প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে। আর আড়তগুলোতে গাছ গজানো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকায় ।

ব্যবসায়িরা জানান, ভারত থেকে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে এগুলো গতবছরের পুরাতন পেঁয়াজ। শীতের সময় এসব পেঁয়াজ থেকে গাছ বের হচ্ছে। একদিকে দেশি পেঁয়াজের সরবরাহ বেশি, অন্যদিকে ভারতীয় পেঁয়াজে এ অবস্থা। যার কারণে ক্রেতা কমেছে হিলি বন্দরের পাইকারি বাজারে।

হিলি স্থলবন্দরের তথ্যেমতে, চলতি সপ্তাহের চার কর্মদিবসে ৭০ ভারতীয় ট্রাকে ১ হাজার ৯২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও গতকাল একদিনে আমদানি হয়েছে ৯ ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ ।

সংবাদটি শেয়ার করুন