শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানে সূচক লেনদেনে মন্দা

উত্থানে সূচক লেনদেনে মন্দা
  • বেড়েছে ৫২ ভাগ প্রতিষ্ঠানের দর
  • বিক্রির চেয়ে কেনার চাপ বেশি
  • লেনদেনে শীর্ষে বেক্সিমকো

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক গতকাল সোমবার উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের ৫২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন পরিমাণ কমেছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচক পতন পর সোমবার তা উত্থানে ফিরেছে। তিন কার্যদিবস পতনকালে শেয়ার কেনার চেয়ে বিক্রয়ের চাপ বেশি ছিল। সেই সূচক পতন থেকে বেরিয়ে উত্থানে এসেছে। ফলে এদিন শেয়ার বিক্রয় চেয়ে কেনার চাপ বেশি হয়। এদিন দুই স্টকের ৫২ দশমিক শূন্য ১ শতাংশ কোম্পানির শেয়ার উত্থান হয়েছে। এর মধ্যে ডিএসইর ৫১ দশমিক ৮৫ শতাংশ এবং সিএসইর ৫২ দশমিক ১৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়েছে।

গতকাল সিরামিক খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির মধ্যে ২৮টি, বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৩৯টি, ওযুধ রসায়ন খাতের ৩২টির মধ্যে ২২টি, ব্যাংক খাতের ৩২টির মধ্যে ১৯টি, নন ব্যাংকিং খাতের ২৩টির মধ্যে ১৪টি, খাদ্য আনুষঙ্গিক খাতের ২০টির মধ্যে ১১টি, জ্বালানি শক্তি খাতের ২৩টির মধ্যে ১৪টি, বিবিধ ১৪টির মধ্যে ১০টি, আইটি খাতের ১১টির মধ্যে ৭টি, টেলিযোগাযোগ খাতের ৩টির মধ্যে ২টি এবং পেপার ৬টির মধ্যে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর এদিন উত্থান ছিল। একই অবস্থা অপর পুঁজিবাজার সিএসইতেও।

আরও পড়ুনঃ  সমতলের ধান নিয়ে উদ্বিগ্ন হাওরের কৃষক

অপরদিক ডিএসইতে বীমা খাতের ৫২টির মধ্যে ৪১টি, সিমেন্ট খাতের ৭টির মধ্যে ৪টি এবং পাট খাতের ৩টির মধ্যে ২টি প্রতিষ্ঠানের শেয়ার দর এদিন পতন ছিল। এদিন দুই স্টকের ৫২ দশমিক শূন্য ১ শতাংশ কোম্পানির শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় সংশ্লিষ্টরা।

দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৯৬টির বা ৫১ দশমিক ৮৫ শতাংশ, কমেছে ১৪২টির এবং পরিবর্তন হয়নি ৪০টির দর। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, ওয়ান ব্যাংক, বিকন ফার্মা, সোনালী পেপার, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৯ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক শূন্য ৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫০৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে ও ১ হাজার ৪১৭ দশমিক ৬৩ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৯টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৬টির বা ৫২ দশমিক ১৭ শতাংশ, কমেছে ১০৫টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির কোম্পানির। টাকার অংকে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইএফআইসি ব্যাংক, রবি, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক।

আরও পড়ুনঃ  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৭

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৫৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪২১ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৩২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭৭ দশমিক ৭১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯২ দশমিক ৭৩ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৬ দশমিক ৬০ পয়েন্টে, ১৩ হাজার ৭৪৩ দশমিক ৪৬ পয়েন্টে, ১১ হাজার ৬৬৮ দশমিক ৮৭ পয়েন্টে ও ১ হাজার ১৯৮ পয়েন্টে।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন