রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল। রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দেড় ঘণ্টাব্যাপী। পরীক্ষা উপলকক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

সারাদেশে ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা চলবে। এ বছর সংশোধিত ও পুনর্বিন্যস্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। কমিয়ে আনা হয়েছে পরীক্ষার সময় ও নম্বর। পরীক্ষা চলাকালীন সময়ে আগামী ২৫শে নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এবার প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যথাসময়ে এই পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পুঁজি সংকট, স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে তরুণ উদ্যোক্তাদের

সংবাদটি শেয়ার করুন