ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আজই সারাদেশে পৌঁছাবে বাসভাড়ার তালিকা 

গত সোমবার সারাদেশে বাসভাড়া  বাড়ানো ঘোষণা দেওয়া হলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত নতুন ভাড়ার তালিকা মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি। তবে, আজ সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ। বিষয়টি নিয়ে বিআরটিএর কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ বাস মালিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মঙ্গলবার বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাড়ার তালিকা তৈরি না করায় পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা চলছে। বাস মালিকরা আমাদের কাছে বার বার এ বিষয়ে অভিযোগ করছেন। এ নিয়ে আমরা চাপে আছি।

জরুরি সভায় উপস্থিত বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ সময় বিআরটিএ মিরপুর সার্কেল অফিসের উপ-পরিচালক শহীদুল্লাহকে বলেন, ভাড়ার তালিকা তৈরির কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আজ সন্ধ্যার মধ্যে অন্তত ঢাকা শহরের সব জায়গায় ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হবে।

জরুরি সভায় উপস্থিত বিআরটিএর নির্বাহী হাকিম সারোয়ার আলম বলেন, কোন রুটের ভাড়া কত বিষয়টি শ্রমিক ও যাত্রীদের জানা থাকলে তা নিয়ে বাগবিতণ্ডার সম্ভাবনা কমে যাবে। মহাখালী বাস টার্মিনালে আজ অভিযান পরিচালনার সময় গাড়িতে ভাড়ার তালিকার গুরুত্ব বুঝতে পেরেছি।

বাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন