শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুচলেকা দিয়ে জামিন পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী

তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত।

তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত।

রবিবার সকাল সোয়া ১০টার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৩০শে সেপ্টেম্বর পিবিআই ক্রিকেটার নাসির, তামিমার বিয়ে বৈধ নয় বলে প্রতিবেদন দেয়। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে তামিমার প্রথম স্বামী রাকিবের করা আবেদনে তাদের ৩১ অক্টোবর হাজির হতে সমন দেয় আদালত।

এরই প্রেক্ষিতে আজ সকাল সাড়ে দশটায় আদালতে হাজির হন ক্রিকেটার নাসির, তার স্ত্রী তামিমা ও তার মা। একইসাথে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে ১০ হাজার টাকা মুচলেকায় নাসির, তামিমাসহ তিনজনকেই জামিন দেন আদালত।

আদেশের পর নাসির বলেন, হয়রানির শিকার হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আদালতে হাজির হয়েছেন।

মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত তাদের জামিনের বিরোধিতা করে বলেন, পিবিআই যে প্রতিবেদন দিয়েছে তাতে সত্য তথ্য উঠে এসেছে।

তবে, নাসিরের আইনজীবী ওমর ফারুক জানান, ২০১৬ সালে তামিমার তালাক হয়। ফলে নাসিরের সাথে বিয়েটি বৈধ।

এর আগে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ।

আরও পড়ুনঃ  এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন