রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় তেলের ট্যাংক ফেটে ইঞ্জিনসহ সামনের ৪টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও ট্রেনের ইঞ্জিন ও ৯টি বগি লাইনচ্যুত হয়।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রেনের লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টারসহ ৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ইঞ্জিনসহ চারটি বগিতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারকাজ চালায়। এতে স্থানীয়রাও সহযোগিতা করেন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রংপুর থেকে ঢাকাগামী ৭৭১ রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অপর বগিকে ধাক্কা দেয় এর ফলে ইঞ্জিনসহ ট্রেনের ৪টি বগিতে আগুন ধরে যায়।
আনন্দবাজার/এম.কে