ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পায়নের কারণে যাতে খাদ্য উৎপাদন না কমে

আমাদের অর্থনীতি কৃষিনির্ভর। এককভাবে শুধু কৃষিনির্ভরতায় না থেকে এর সঙ্গে সঙ্গে আমাদের শিল্পের উন্নয়নও একান্ত প্রয়োজন। শিল্পায়ন করতে গিয়ে যেন খাদ্য উৎপাদন কমে না যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) গভর্নর বোর্ডের ৩৪তম সভায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, খাদ্য উৎপাদন যেন কমে না যায়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, শিল্পের উন্নয়ন করতে পারলে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, রপ্তানি বাড়বে, মানুষের আর্থ-সামাজিক উন্নতি হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান। এর অন্যতম কারণ কর্মক্ষম জনগোষ্ঠি।

তিনি বলেন, এই যে আমাদের কর্মক্ষম জনশক্তি, এটাই বিশ্বকে আকর্ষণ করছে, বিশেষ করে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে।

এছাড়াও তিনি দক্ষ জনগোষ্ঠি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় বিশেষভাবে গুরুত্ব দেন। দেশি-বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে বেপজার অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সারা দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, আমরা বিশেষভাবে শিল্পাঞ্চল করে দিচ্ছি। শিল্পায়নের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন