ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক হবে আজ সোমবার (০৮ মার্চ)। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্যের ক্ষেত্রে বাঁধা দূরীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব জাফর উদ্দিন এবং ভারতের পক্ষে সেদেশের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ধাওয়ান বৈঠকে নেতৃত্ব দেবেন।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই , সড়ক ও জনপথ বিভাগ, রফতানি উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের প্রতিনিধিবৃন্দ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় ২০২০ সালের ১৫-১৬ জানুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্য বিষয়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৩তম সভার অগ্রগতি, দু’দেশের মধ্যকার বিরাজমান ট্যারিফ ও নন-ট্যারিফ বাণিজ্য বাঁধা দূরীকরণ, কতিপয় বাংলাদেশি পণ্যের উপর ভারত সরকার আরোপিত এন্টি ডাম্পিং বিষয়ে আলোচনা, দু’দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষরের সম্ভাব্যতা সমীক্ষা,বর্ডার হাটের সংখ্যা সম্প্রসারণ ও সীমান্ত বাণিজ্য বৃদ্ধি, দু’দেশের মধ্যকার বন্দর সুবিধা সম্প্রসারণ, বাংলাদেশ ও ভারতের অংশগ্রহণে বিভিন্ন আঞ্চলিক ফোরামকে অধিকতর কার্যকরকরণ ও অন্যান্য বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশের ২৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন। এদিকে ৭ সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে দেবেন সেদেশের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ধাওয়ান।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন