ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ চার বিভাগে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সারা দেশেই। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে শুক্রবার নাগাদ সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ার। এছাড়া আগামী পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন