শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভাসানচরের পথে রোহিঙ্গাদের পঞ্চম দল

চতুর্থ দফায় আজ সোমবার নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গাদের পঞ্চম দল। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচর যাচ্ছেন ২ হাজার ১০ জন রোহিঙ্গা।

এই রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজ ভাসানচরে উদ্দেশ্য চট্টগ্রাম ছেড়েছে। গতকাল রবিবার নোয়াখালীতে স্থানান্তরের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছেচে এই রোহিঙ্গারা।

জানা গেছে, উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে ১ হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এরপর বেলা সোয়া তিনটায় দ্বিতীয় দফায় ১৭টি গাড়িতে চট্টগ্রাম পাঠানো হয় আরও ৮৬২ জনকে। আজ সোমবার আরও দেড় হাজার জনকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে চতুর্থ দফায় ৩ হাজার ৬০০ জনের ভাসানচর যাওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  গণমাধ্যমে নারীর উপস্থাপন আর জেন্ডার সমতা ভিন্ন বিষয়

সংবাদটি শেয়ার করুন