ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়বে দিন ও রাতের তাপমাত্রা

সারাদেশে আরও বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তামপাত্রা আরও বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।

এদিকে আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপামাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, বিহার ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন