ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা

সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামি তিনদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন