ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা করলেন বিদেশি কূটনীতিকরা

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে গত এক দশকের অর্জনকে অনন্য ও অতুলনীয় হিসেবে আখ্যা দিয়েছেন চীন ও তুরস্কের রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ দফা ও চলতি মেয়াদে দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘পলিটিক্যাল লিডারশিপঃদ্যান অ্যান্ড নাউ’ শীর্ষক বিশেষ ওয়েবিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তারা।

প্রধান অতিথি হিসাবে ওয়েবিনারে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অন্যদের মধ্যে ছিলেন আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মুহাম্মদ জমির এবং আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। এসময় ‘লিডারশিপ ম্যাটারস: হাউ শেখ হাসিনা ইজ লিডিং বাংলাদেশ দো দ্য পেনডেমিক’ শীর্ষক একটি নতুন প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: গ্লোবাল লিডার ট্রান্সমেন্ডিং টাইম অ্যান্ড বাউন্ডারিস’ নামে একটি প্রকাশনা উন্মোচন করা হয়।

প্রকাশনাটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। এর পর তিনি সোনার বাংলা গড়ার ক্ষেত্রে জাতির পিতার নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। মহামারি চলাকালীন খাদ্য, ফসল ও আশ্রয় নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থার নানা দিক তুলে ধরেন। এছাড়া তিনি অর্থনীতি ও সমাজের ওপর মহামারির বিরূপ প্রভাব হ্রাস করার৷ উপায় হিসেবে প্রধানমন্ত্রী যে সুরক্ষা কর্মসূচি এবং উদ্দীপনা প্যাকেজ রেখেছেন, তার প্রশংসা করেন।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত এক দশকে বাংলাদেশের পক্ষে যা অর্জন করেছে তা একেবারেই ‘ব্যতিক্রম’। বাংলাদেশ ও চীনের মধ্যে এখনো দুই দেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার যে উন্নয়ন অর্জন করেছেন তা যে কোনো তুলনায় অনন্য। বাংলাদেশের প্রতি ভারতের প্রতিশ্রুতি অপরিবর্তিত এবং দুই দেশের সম্পর্কের শিকড় যে কোনো কৌশলগত অংশীদারত্বকে ছাড়িয়ে যায়।

বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের অগ্রগতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃত। জাতি হিসেবে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান বাঘ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন