ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নতুন দরিদ্রদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে’

করোনা মহামারির কারণে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদেরকেও সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একই সঙ্গে মাসিক অর্থ সহায়তার পরিমাণ বাড়ানো গেলে দারিদ্র্যের হার দ্রুত কমে আসবে বলেও তিনি।

শনিবার (৩০ জানুয়ারি) কোভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকারবিষয়ক এক অনলাইন সেমিনারে এসব বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কোভিডের কারণে যারা নতুন নিষ্ঠুরময় দারিদ্র্যতায় শিকার হয়েছেন তাদের বাড়তি সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা এসেছে। টাকা বাড়ালে কাজের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে, এ ক্ষেত্রে আমি একমত। তবুও ৭০০-৫০০ টাকা এটা খুবই কম, এটা যদি হাজার বাড়ানো যেত তাহলে ভালো হতো।

বিশ্ব দুর্যোগে বাংলাদেশের সামাজিক কর্মসূচি ও স্বাস্থ্য সুরক্ষা কেমন ছিল এবং ভবিষ্যৎ কর্মপন্থা কেমন হওয়া প্রয়োজন, তা নিয়ে সকালে যৌথ উদ্যোগে এক ওয়েবিনারে সেমিনারের আয়োজন করে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ডিজেএফবি ও এসএসডি। এতে প্রবন্ধ উপস্থাপন করে বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।

ড. নাজনীন আহমেদ বলেন, চলমান দুর্যোগে উৎপাদন, রফতানি ও কর্মসংস্থান কমে যাওয়ায় সরকারের জন্য দারিদ্র্য নতুন করে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ ছাড়া কোভিডের মধ্যে বিধবা হয়ে যাওয়াদের অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে অভাব মেটানো সম্ভব হবে না।

সেমিনারে বক্তারা বিভিন্ন বিষয়ে সরকারের দায়বদ্ধতা তুলে ধরে সংশ্লিষ্ট দফতরের দক্ষতা উন্নয়নে আরো জোর দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি চিকিৎসাব্যবস্থায় সুরক্ষাসামগ্রীর পাশাপাশি সেবায় ডিজিটালাইজেশন আরো উন্নীত করারও দাবি জানান। সেমিনারে অংশ নেন বিভিন্ন এনজিও কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন