ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও আসছে শৈত্যপ্রবাহ

কমতে থাকা শীতের প্রকোপ বেড়ে দেশে আবারও পড়বে শৈত্যপ্রবাহ। সারাদেশে আজ রাত থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সামান্য হ্রাস পেতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন