ঘন কুয়াশা আর তীব্র শীতে রাজধানীতে কাবু জনজীবন। শীতের তীব্রতায় সারাদেশের মানুষের অবস্থা নাজেহাল। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েক দিন রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে।
রবিবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। সে সঙ্গে এই মাসের শেষ দিকে সারাদেশে শীতের তীব্রতা আরও বাড়ার পাশাপাশি বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে কনকনে বাতাস ও ঘন কুয়াশায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের প্রকোপে হাসপাতালগুলোয় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ঠান্ডাজনিত রোগে আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যেই বেশি।
খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. কামরুজ্জামান ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের বাঁচাতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সকাল আর সন্ধ্যার পার্থক্য করা যাচ্ছে না কখনো কখনো। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় রংপুরসহ উত্তরের জনপদে বেড়েছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল মানুষেরা।
আনন্দবাজার/ডব্লিউ এস