শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ৩৪ জন। স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় কয়েকশ মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। অনেক ভবন ধ্বংস হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ভূমিকম্পে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পটির উৎস ছিল ইন্দোনেশিয়ার মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্যমতে, সুলাওয়েসির শহর দক্ষিণ মামুজুতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১০ জন নিহত

সংবাদটি শেয়ার করুন