শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সন্ত্রাসী মোকাবেলায় কাজ করবে বাংলাদেশ ও ভারত

প্রথমবারের মতো সংলাপ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ও ভারতের পুলিশ প্রধানের মধ্যে। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ সংলাপে উভয় পক্ষই দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোকাবেলায় দু’দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণে সম্মত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দু’দেশের পুলিশ প্রধানদের মধ্যে এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে মনে করছে উভয় দেশ।

বৈঠকে আলোচনা হয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল নোট চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার নিয়ে। এছাড়া দু’দেশের পলাতক সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে তাদেরকে ধরতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

এসময় উভয় পক্ষই বিদ্রোহীদের বিরুদ্ধে একে অপরের চলমান পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও সম্মত হন উভয় পক্ষ। এসব অপরাধ নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দু’পক্ষ। বৈঠকে দু’দেশের পুলিশ প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নিরাপত্তার আশঙ্কায় হংকং ছাড়লেন গণতন্ত্রপন্থি নেতা

সংবাদটি শেয়ার করুন