শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিডোজ টিকার দাম পড়বে ৪ ডলার

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কিনতে বাংলাদেশের প্রতি ডোজে খরচ পড়বে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকা। আর এই দাম ভারতে ভ্যাকসিনটির দামের চেয়ে ৪৭ শতাংশ বেশি। মঙ্গলবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সিরাম ভারতে দুইশ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকা) প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশের কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকায়।

এর আগে গত বছরের নভেম্বরে ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেবে সিরাম।

গতকাল সোমবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে পৌঁছাবে সিরামের কোভিশিল্ড ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে ফেব্রুয়ারির শুরু থেকেই।

আনন্দবাজার/ডব্লিউ এস 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অক্সফোর্ডের টিকায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন