শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

বড় উত্থানে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর আজকের লেনদেন। মাত্র আধাঘণ্টার লেনদেনে ডিএসইতে তিনশ কোটি টাকার ওপরে লেনদেন হয়ে গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। প্রথম ৪০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৯১ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৮৫টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৮৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৩৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯ টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঢাকা স্টক এক্সচেঞ্জের ভুল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত

সংবাদটি শেয়ার করুন