এপ্রিলেই চলবে দেশের প্রথম মেট্রোরেল। শুরুতে উত্তরার তিনটি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও দুটি বাড়িয়ে মিরপুরেও পরীক্ষামূলকভাবে চালু করা হবে মেট্রোরেল। এরইমধ্যে ৫২ ভাগ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
টিকিট কাউন্টার, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এস্কেলেটরসহ লিফটের কাজ এগিয়ে চলেছে দ্রুত। প্রতি তিন মিনিট পরপর যে ট্রেন থামবে যাত্রী ওঠা-নামার জন্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে ট্রায়াল রানটা হবে নির্ধারিত সময়েই। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার কথা ভাবছেন তারা। নগরবাসীকে পরীক্ষামূলক চলাচল স্বচক্ষে দেখাতে পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তারা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, উত্তরা উত্তর, উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ এ তিনটি নিয়েই ট্রায়াল রান করার পরিকল্পনা। কিন্তু আমরা চেষ্টা করছি, এটাকে বাড়িয়ে শহরের ভেতরে ট্রায়াল রান করার। তাহলে শহরের মধ্যে মানুষ ট্রেনগুলো দেখতে পারবে।
মোট ১৬টি স্টেশনের প্রতিটির কাজই এখন চলমান। এর মধ্যে শেস হয়েছে প্রথম পাঁচটি প্ল্যাটফর্মের অবকাঠামোর কাজ। আর বাকিগুলোরও পিলার বসে গেছে। শীঘ্রই প্রথম লটের পাঁচটি রেল জাপানে তৈরি হবে বলেও মেট্রোরেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।]
আনন্দবাজার/ডব্লিউ এস