শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দশ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) টাকার পরিমাণে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইতে ১০ বছর ২৯ দিন বা ২ হাজার ৩৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে, ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৯ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১১৩টির বা ৩১ দশমিক ৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৭টির বা ৫৪ দশমিক ৭২ শতাংশের এবং ৫০টির বা ১৩ দশমিক ৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

সংবাদটি শেয়ার করুন