শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের মধ্যেই হতে পারে বৃষ্টি

বেশ কিছু ‍দিন ধরেই সারাদেশে কমে গেছে শীতের দাপট। এ কারণে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। শীতের পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ রাঙামাটিতে, ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ‘খাতভিত্তিক মহাপরিকল্পনা নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সহযোগিতা করবে’

সংবাদটি শেয়ার করুন