ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জানুয়ারির মাঝামাঝিতে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

চলতি মাস জানুয়ারির মাঝামাঝি দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। এসময় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল রবিবার (৩ জানুয়ারি) বিশেষজ্ঞ কমিটির সভার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি পাঠানো হয়েছে কৃষি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে দেশে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন