শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আট কোটি ৪৯ লাখ ছাড়ালো বিশ্বে করোনায় আক্রান্ত

বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ এবং নতুন স্ট্রীং এর কারণে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে আজ পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রবিবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৩ হাজার।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি নয় লাখ ৪ হাজার ৭০১ জন। এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি তিন লাখ ২৪ হাজার ৬৩১ জন। দেশটিতে মারা গেছেন মোট এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ৭৪২ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১২ হাজার ৬৩৭ জন। এতে মারা গেছে মোট ৫৮ হাজার দুজন। পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৪৩ হাজার ২৩৯ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ৯২১ জন।

আরও পড়ুনঃ  আবারও তাপমাত্রা কমার আভাস

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন