ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বছরের শেষদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

বিশ্বজুড়ে ফের অশনিসংকেত দিতে শুরু করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজারেরও বেশি মানুষ। যা করোনাকালে একদিনে বিশ্বে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে সাত লাখেরও বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন। এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু হয়েছে ১৮ লাখ ১২ হাজার ৪৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০ জন।

বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর দিনে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় চার হাজার মানুষ। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি দুই লাখ ১৬ হাজার ৯৯১ জন। এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন লাখ ৫০ হাজার ৭৭৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৬৭ হাজার ২৮৩ জন। দেশটিত এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৩ হাজার ৯৪০ জনের। এদিন ব্রাজিলে একদিনে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ১২শ এর ওপরে মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সাড়ে ৭শ’ মানুষ মারা গেছেন। প্রায় ৬শ’ করে মারা গেছে রাশিয়া, ইতালি আর পোল্যান্ডে। ৫শ’র মতো দক্ষিণ আফ্রিকায়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন