ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) লেনদেন শুরুর পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১১৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৮৫৫ পয়েন্টে অবস্থান করছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কম্পানির শেয়ার।

এদিকে লেনদেন শুরুর পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতিতে ঊর্ধ্বমুখীতা দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টি কম্পানির, কমেছে ৩৪টি কম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কম্পানির শেয়ারের দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন