ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে চলছে পুঁজিবাজারের লেনদেন

সূচকের পতনে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২৩ ডিসেম্বর) লেনদেন শুরুর পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। সকাল ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে ১৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন