শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে ধরা পড়েছে ১৫১ মেট্রিক টন মাছ

প্রজনন মৌসুম উপলক্ষে গত অক্টোবরের ৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত মাছ শিকার নিষেধাজ্ঞা ছিল। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ছয় দিনে রূপালি ইলিশসহ প্রায় ১৫১ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ধরেছে জেলেরা। এর মধ্যে আলদা করে ২০ মেট্রিক টন মাছ প্রক্রিয়াজাত করা হচ্ছে বিদেশে রপ্তানির জন্য।

চলতি বছরে গত বছরের চাইতে ৯৪ মেট্রিক টন বেশি মাছ ধরা পড়েছে । প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের এ নিষেধাজ্ঞা কাজে লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে মাছ নিয়ে তাড়াতাড়িই ফিরে আসছেন জেলেরা।

এর কারন কম সময়ের মধ্যে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ঝাঁকে ঝােঁকে ধরা পরছে তাদের জালে । জালে প্রচুর মাছ পাওয়ায় আনন্দে ভাসছেন জেলে ও বোটমালিকসহ মৎস্য শিল্পের সাথে জড়িতরা। এমনকি মাছের দাম অনেকটা হাতের নাগালে থাকায় ক্রেতারাও অনেক খুশি।

এদিকে নিষেধাজ্ঞাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে উঠবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের অনেকেরই ভাষ্য, নিষেধাজ্ঞার সময়ে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ জেলেদের জন্য বরাদ্দকৃত ২০ কেজি চাল পাননি। অনেকেরই সংসার চালাতে ধারদেনা করতে হয়েছে। এখন সেসব পুষিয়ে উঠবে বলে আশা তাদের ।

আরও পড়ুনঃ  বিনামূল্যের বীজে অর্ধশতাধিক কৃষক সর্বস্বান্ত

সংবাদটি শেয়ার করুন