শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজও কুয়াশায় ঢাকা রাজধানী

আজও কুয়াশায় ঢাকা রাজধানী

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আজ শনিবার আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে আবহাওয়া শুষ্ক থাকবে এবং মাঝারি ধরনের কুয়াশাও থাকতে পারে।

আজ শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশাও থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সকাল ৬ টায় তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৭ শতাংশ ছিল। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  অব্যাহত থাকতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

সংবাদটি শেয়ার করুন