ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ পৌরসভায় শুরু হয়েছে নির্বাচনের ভোটগ্রহণ

৭ পৌরসভায় নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন ও ২ পৌরসভায় ইতোমধ্যে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় এই ভোট শুরু হয়েছে এবং ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, আজ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২ প্রতিষ্ঠানে সাধারণ ও নানা পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন জানায়, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। জেলা পরিষদের ভোট গ্রহণ হবে সকাল ৯টা-দুপুর ২টা পর্যন্ত। পৌরসভার ভোট হবে সকাল ৮টা-বিকাল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোট হবে সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত।

ইসি জানিয়েছে, ৫ পৌরসভায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। সেগুলো হচ্ছে- মধুখালী পৌরসভা, ফরিদপুরের ফরিদপুর পৌরসভা, মা‌দারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন। কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড এবং জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনের ভোট গ্রহণও হবে আজ। এই ২ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচজন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন