ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণোদনার ৯০% অর্থ ছাড় ডিসেম্বরে

প্রণোদনা প্যাকেজের শতভাগ অর্থ ছাড় দেওয়া সম্ভব না হলেও ডিসেম্বরের মধ্যে ৯০ শতাংশ অর্থ ছাড় দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ফজলে কবির বলেন, প্রণোদনা প্যাকেজের শতভাগ অর্থ ছাড় দেওয়া সম্ভব না হলেও ডিসেম্বরের মধ্যে ৯০ শতাংশ অর্থ ছাড় দেওয়া সম্ভব হবে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতে দেওয়া প্রণোদনার মাত্র ৪১ শতাংশ উদ্যোক্তাদের হাতে গেছে।

তিনি আরও বলেন, এই খাতে দ্রুত অর্থ ছাড়ে জামানত থেকে সরে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের আওতায় পাঁচ হাজার কোটি টাকা বিতরণ করতে পারলেই প্রণোদনা প্যাকেজের শতভাগ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনার প্রথম ধাক্কা সামলানোর অভিজ্ঞতাকে পুঁজি করে জীবন এবং জীবিকা বাঁচাতে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের। এখনো করোনার দ্বিতীয় ধাপ অত শক্তভাবে শুরু হয়নি। মৃত্যু কম।

তিনি আরও বলেন, এই ভাইরাস মোকাবেলায় প্রথম ধাপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দ্বিতীয় ধাপ মোকাবেলা করা হবে। কারণ, জনসংখ্যা ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় করোনা মোকাবেলায় প্রথমে ও পরে উত্তরণ এই কৌশল সফল হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের পর অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, করোনা মোকাবেলার পরিকল্পনা করার সময় চিন্তা করতে হয় যেন, মৃত্যু কম হয়, ক্ষুধার্তের সংখ্যা না বাড়ে, কর্মসংস্থানের সুযোগ অব্যাহত থাকে এবং উৎপাদন প্রক্রিয়া সচল থাকে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন