ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ৩০০ টন নিলামে পেঁয়াজ

চট্টগ্রাম বন্দরে ৩০০ টন নিলামে পেঁয়াজ

পেঁয়াজের দামে ব্যাপক ধস নামায় অধিকাংশ আমদানিকারক বন্দর থেকে ছাড় নিচ্ছেন না পেঁয়াজ। এমতাবস্থায় বন্দরের ইয়ার্ডে ১৫ হাজার টন পেঁয়াজও জমে গেছে। ফলে নির্ধারিত সময়েও ছাড় না নেওয়ায় বিপুল পরিমাণ পেঁয়াজ ইয়ার্ড দখল করে থাকায় বন্দরের পরিচালনা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটছে।

তাই এখন বাধ্য হয়ে নিলামে তুলেছে ৩০০ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দর। কিন্তু এক মাস আগেও ১০ টন পেঁয়াজ বন্দরে পৌঁছেছে কিনা এটি জানার জন্য অধীর আগ্রহে থাকতেন পেঁয়াজের আড়তদাররা। কারণ সেই সংকটের সময় পেঁয়াজ আসার ওপর নির্ভরশীল ছিল বাজার। কিন্তু বর্তমানে চিত্র উল্টো। এক শ-দুই শ টন নয়, একসাথে ১৫ হাজার টন বন্দরে পৌঁছে পড়ে আছে এক মাস ধরে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক কালের জানান, ৩০ নভেম্বর পর্যন্ত অন্তত ১৫ হাজার টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে জমে আছে। যে পরিমাণ পেঁয়াজ জমেছে, সেই পরিমাণ পেঁয়াজ বন্দর থেকে ছাড় হচ্ছে না বলেই ইয়ার্ডে জমে গেছে। এ কারণে বন্দর কার্যক্রম পরিচালনায় নির্বিঘ্ন করতে ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট শিপিং লাইনকে চিঠি দিয়েছি। কিন্তু ভালো সাড়া না পাওয়ায় ৩০০ টন পেঁয়াজ আমরা নিলামে তুলছি।

তিনি আরও জানান, সরকার বড় শিল্প গ্রুপগুলোকে দিয়ে অনেক পেঁয়াজ আমদানি করে টিসিবির মাধ্যমে বিক্রি করছে। একসাথে এত বেশি পেঁয়াজ আসা্র কারণে দামে ব্যাপক ধস নেমেছে।

এদিকে, বিপুল পরিমাণ পেঁয়াজ আসায় খাতুনগঞ্জে পেঁয়াজের মূল্য একেবারেই কমে গেছে। মিয়ানমার এবং পাকিস্তানের পেঁয়াজ ২০-৩০ টাকা, মিসর ২৫-২৬ টাকা, চীনা ১৮-২২ টাকা, নিউজিল্যান্ড ২৩-২৪ টাকা, হল্যান্ডের পেঁয়াজ ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জ কাঁচা পণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, শুধু বেশি পেঁয়াজ আসায় মূল্য এত কমেনি। টিসিবির পেঁয়াজ ডিলারের পরিবর্তে খুচরা দোকানে হাট-বাজারে বিক্রি হচ্ছে এ জন্যও মূল্যে ধস নেমেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে টিসিবির পেঁয়াজ হাট-বাজারে গেল কিভাবে? সেটা ভালোভাবে তদন্ত হওয়া উচিত। কারণ বেশি মূল্যে পেঁয়াজ এনে এত কম দামে বিক্রি করলে ভোক্তা খুশি হন ঠিক—কিন্তু ব্যবসায়ীরা পথে বসে যান। পরে সেই ব্যবসায়ী আর নতুন করে আমদানিতে আগ্রহী হন না। এটি সরকারের খতিয়ে দেখা উচিত।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন