ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

বর্তমানে বাজারে ভালো মূল্য থাকায় এবার পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে ফরিদপুরের কৃষকদের। চলতি বছর করোনা ও প্রাকৃতিক দূর্যোগে পেঁয়াজ রোপনে দেরি হয়েছে। তবে দেরি হলেও মূল্য বেশি থাকায় ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা করছেন কৃষকরা।

তবে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজের রোপনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

জানা গেছে, ফরিদপুরে পেঁয়াজের জাত ভালো হওয়ায় দেশের নানা অঞ্চলে এর চাহিদাও অনেক বেশি। তবে বন্যার পানি ছিলো ক্ষেতে তাই পেঁয়াজ লাগাতে দেরি হয়েছে বলে জানান কৃষকরা। বাজারে ভালো মূল্য পেলে চালান উঠবে বলেও আশা তাদের।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হযরত আলী বলেন, চলতি বছর করোনা, বন্যা এবং দেরিতে বৃষ্টির কারণে যেটুকু ক্ষতি হয়েছিল, বাজারে মূল্য ভালো থাকার কারণে তারা বেশি দাম পাবে। লাভটা ভালো থাকবে কৃষকদের। সেই সাথে নতুন পেঁয়াজ বাজারে আসলে যে উচ্ছ মূল্য আছে, সেটা সহনীয় পর্যায়ে আসবে।

উল্লেখ্য, জেলায় গেল বছর ৩৭ হাজার ২৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত হয়েছিল ৩৯ হাজার ৮৭৮ হেক্টর জমিতে। চলতি বছর বছর ৪০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন