শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ৩৭তম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুতে ৩৭তম স্প্যান বসছে আজ। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৩৭তম ‘২-সি’ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর ৫ হাজার ৫৫০ মিটার অর্থাৎ সাড়ে পাঁচ কিলোমিটার।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাওয়া ঘাটের ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হবে ভাসমান ক্রেনটি। দুপুরের পর  ৯ এবং ১০ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যানটি।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ৩৬ নম্বর স্প্যান বসানোর মাত্র ৫ দিনের ব্যবধানে ৩৭তম স্প্যান ‘২-সি’ বসানো হচ্ছে। আমাদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদি বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, তাহলে আজই দৃশ্যমান হবে সাড়ে ৫ কিলোমিটার সেতু।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর স্প্যান বসানো শেষ করার পরিকল্পনা রয়েছে। সেই উদ্দেশ্যেই এই মাসে ৪টি স্প্যান বসানো হবে।

এছাড়া সিডিউল অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিলারের ওপর ৩৮তম স্প্যান এবং ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম স্প্যান বসানো হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  গার্ডেনের ঘর পোড়ানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

সংবাদটি শেয়ার করুন