সীমান্ত সুরক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।
এসময় বাহিনীতে সংযুক্ত নতুন দু’টি এমআই সেভেন্টি ওয়ান-ই মডেলের হেলিকপ্টারের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে বিজিবি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন জনবলসহ অপারেশনাল সক্ষমতা বাড়াতে আরও বিওপি স্থাপন করা হবে। এছাড়া বাহিনীর জন্য ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস