শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসছে আজ। আবহাওয়া ঠিক থাকলে আজ সোমবার পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর বসানো হবে ৩৩তম স্প্যানটি।

এরইমধ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে পিলারের উদ্দেশে রওনা দিয়েছে ভাসমান ক্রেন। এর আগে গত ১১ অক্টোবর সেতুর ৪ ও ৫ নং পিলারের উপ৩২তম স্প্যান বসানো হয়েছিল। ওই স্প্যান বসানোর আট দিনের মাথায় ৩৩ তম স্প্যানটি বসানো হচ্ছে বলে জানিয়েছেন সেতু–সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

বর্তমানে এখন পর্যন্ত পদ্মা সেতুর ৪ হাজার ৮ শ’ মিটার দৃশ্যমান হয়েছে। ৩৩তম স্প্যানটি বসানো হলে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্যটি নিশ্চিত করেছেন। সেই সাথে এ মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  পেঁয়াজ সংকটে খোদ মোদি সরকার

সংবাদটি শেয়ার করুন