ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস আজ। আরবী ক্যালেন্ডার হিজরী সন অনুযায়ী সফর মাসের শেষ বুধবার হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়।

বিশেষ এই দিনটি উপলক্ষে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইন্তেকালের আগে এই দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন হজরত মুহাম্মদ (সা.)। এ কারণেই দিনটিকে বিশেষভাবে স্মরণ করে মুসলমানরা।

এ দিনটিকে মূলত ফারসিতে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। ধর্মপ্রাণ মুসলিমরা নফল এবাদত বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন