ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন

সূচকের মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১১১ ও ১৬৮২ পয়েন্টে রয়েছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, ৮৭টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কম্পানির শেয়ারের দাম।

এদিকে লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ে দাম বেড়েছে ৩৬টি কম্পানির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কম্পানির শেয়ারের দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন